কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন বিষয়ক জরুরী নোটিশ
এতদ্বারা শিলমাড়িয়া ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকুরীর ক্ষেত্রে, পাসপোর্ট তৈরি, ভোটার নিবন্ধন, বিবাহ নিবন্ধন, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছে। শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিক বার মাইকিং করা, লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ফলে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর নিবন্ধন সম্পন্ন করার হার অনেকাংশে বৃদ্ধি পায় এবং এ ধারা এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও পূর্বের নিবন্ধন অনলাইন (বাংলা ও ইংরেজী) উভয় ভাষায় করার জন্য শিলমাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদন করার জন্য বাড়তি চাপের সৃষ্টি হয়। শিলমাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জনবল মাত্র ২জন থাকায় জনসাধারণকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি বাহির থেকে অনলাইনে আবেদন করে নিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয়।
উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী মহোদয়ের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন করা যাবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় ১/১/২০২৩খ্রি. হতে শিলমাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। শিলমাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যতিত অন্য কোথাও আবেদন করা হলে আবেদন গ্রহণ করা হবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস