যোগাযোগ ব্যবস্থা
শিলামাড়িয়া ইউনিয়ন জেলা ও উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। জেলা থেকে প্রায় ৫০কিঃমিঃ এবং উপজেলা থেকে প্রায় ১৭ কিঃমিঃ দুরে অবস্থিত। ইউনিয়নটি প্রত্যান্ত এলাকায় অবস্থিত হলেও এখানকার সড়ক যোগাযোগ খুব ভাল। ঢাকা-রাজশাহী মহা সড়ক থেকে পুঠিয়া-তাহেরপুর রোডের ১৭ কিঃমি এর প্রায় অর্ধেক শিলমাড়িয়াতে, এছাড়া ঢাকা- রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া হতে ১৫ কিঃমিঃ ইউনিয়নের মোল্লাপাড়া এবং নাটোর সদর এর একই সড়কের চামড়া ও গুড়ের আড়ৎ হতে মাত্র ১৫ কিঃমিঃ দুরে শিলমাড়িয়া ইউপি। তাছাড়া চতুর দিক দিয়ে পাকা রাস্তায় শিলমাড়িয়া ইউপিতে আশা যায়। শিলমাড়িয়া ইউনিয়নের অভ্যন্তরে প্রায় ৬০ কিঃমিঃ পাকা রাস্তা আছে। কাঁচা রাস্তা প্রায় ৬৫ কিঃমিঃ। এছাড়া রয়েছে ইউনিয়নের উত্তর দিয়ে প্রবাহিত বারনই নদী। এই নদী দিয়ে এখনো বর্ষা মৌশুমে নৌজান যোগে মানুষ মালামাল দেশের বিভিন্ন স্থানে পরিবহণ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস