ডিজিটাল বাংলাদেশ এর অঙ্গীকার, গ্রামীণ জনপদে তথ্য সেবা পৌছার
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউ ডি সি)
৫নং শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ
উপজেলা পুঠিয়া, জেলা রাজশাহী।
ইউ ডি সির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
তারিখঃ ২৪/০৫/২০০৯
উপস্থিত সদস্য সংখ্যা ৫৩ জন।
আলোচ্য বিষয়ঃ
১। ইউ ডি সি সর্ম্পকে ধারনা প্রদান
২। ৯ সদস্য বিশিষ্ট ইউ আই সি পরিচালনা কমিটি গঠন।
ইউ ডি সি কার্যকর কমিটি
১। সভাপতি ঃ সাজ্জাদ হোসেন মুকুল ইউপি চেয়ারম্যান।
২। সহ সভাপতি ঃ মোঃ আব্দুর রহিম মোল্লা শিক্ষক।
৩। সাধারণ সম্পাদক ঃ মোঃ খোদাবক্স মৃধা ইউ পি সদস্য।
৪। অর্থ সম্পাদক ঃ মোঃ লুৎফর রহমান ইউপি সদস্য।
৫। সামাজিক উদ্বুদ্ধকরন
ও প্রচার সম্পাদক ঃ মোঃ আখতার হোসেন বি আর ডিবি সভাপতি
৬। দপ্তর সম্পাদক ঃ মোছাঃ মরিয়ম খাতুন উদ্যোক্তা।
৭। নির্বাহী সদস্য ঃ মোঃ হাবিবুর রহমান গন্যমান্য
৮। নির্বাহী সদস্য ঃ মোঃ খলিলুর রহমান শিক্ষক।
৯। নির্বাহী সদস্য ঃ মোছাঃ মৌসুমী রহমান গৃহীনি ও নারীনেত্রী।
উদ্বোধন
৩০/০৫/০৯ তারিখেইউ ডি সি শিলমাড়িয়া আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউ আই এস সি উদ্বোধন করেন
জনাব মোঃ আব্দুল ওয়াদুদ দারা জাতীয় সংসদ সদস্য ৫৬ রাজশাহী-৫।
১। বিশেষ অতিথি জনাব মোছাঃ মর্জিনা বেগম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ পুঠিয়া।
২। বিশেষ অতিথি জনাব, কাজী আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া।
৩। বিশেষ অতিথি জনাব মোঃ আব্দুস সোবহান মন্ডল সভাপতি পুঠিয়া জেলা আওয়ামীলীগ।
সভাপতিত্বকরেন জনাব সাজ্জাদ হোসেন মুকুল চেয়ারম্যান ৫নং শিলমাড়িয়া ইউপি
এছাড়া ও রাজনৈতিক নেতা, শিক্ষক, সরকারী কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সর্বসত্মরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ইউ ডি সি-তে বর্তমানে যে সকল উপরন আছে।
উপকরণ ও প্রয়োনজীয় আসবাব পত্র ইউ পি থেকে প্রদান করা হয়।
১। কম্পিউটার ৩টি ইউনিয়ন পরিষদ
২। ইউপি এস ১টি ইউনিয়ন পরিষদ
৩। ল্যাপটপ ২টি এন আই এল জি
৪। লেজার প্রিন্টার ১টি ইউনিয়ন পরিষদ
৫। কালার প্রিন্টার ২টি ইউনিয়ন পরিষদ
৬। ডিজিটাল ফটোকপি মেশিন ১টি ইউনিয়ন পরিষদ
৭। লেমিনেটিং মেশিন ১টি ইউনিয়ন পরিষদ
৮। গ্রামীণ ফোন মডেম ১টি ইউনিয়ন পরিষদ
৯। ওয়েব ক্যাম ১টি ইউনিয়ন পরিষদ
১০। স্ক্যানার ১টি ইউনিয়ন পরিষদ
১১। মাল্টিমিডিয়া প্রজেক্টর ১টি এন আই এল জি
১২। জেনারেটর ১টি এন আই এল জি
১৩। ডিজিটাল ক্যামেরা ১টি উদ্যোক্তা
১৪। সাউন্ড সিস্টেম ১টি উদ্যোক্তা
১৫। পেনড্রাইভ ১টি উদ্যোক্তা
১৬। হেডফোন ১টি উদ্যোক্তা
যে সকল সেবা এখান (ইউ ডি সি) থেকে জনগন পেয়ে থাকেন
অনলাইন সেবা সমুহ
Ø ই-মেইল আদন-প্রদান
Ø কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সরকারী তথ্য
Ø পরীক্ষার ফলাফল জানা
Ø সরকারী বিভিন্ন ফরম ও বিজ্ঞপ্তি
Ø ইন্টারনেট ব্রাউজিং
Ø দেশ-বিদেশে ভিডিও কল করা
Ø বিভিন্ন সরকারী ফরম বিধি সার্কুলার
Ø স্কুল কলেজের এমপিও
Ø ইউনিয়ন পরিষদের সকল তথ্য ও সেবা সমূহ
Ø অনলাইন এপ্লিকেশান পূরন
Ø পাসপোর্ট ও ভিসা প্রসেসিং
Ø বিভিন্ন ডেটা এন্ট্রি
অফলাইন সেবা সমুহ
Ø কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট করা
Ø ছবি তোলা
Ø লেমিনেটিং করা
Ø স্ক্যানিং করা
Ø কম্পিউটার প্রশিক্ষন
Ø মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া
Ø ফটোকপি
Ø মোবাইলে রিংটোন ও গান ডাউনলোড
Ø ফোন কল
Ø সিডি রাইটিং
Ø ফ্লেক্সিলোড
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS